সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : অ্যাডভোকেট জাহিদুর রহমানকে প্রধান সমন্বয়কারী ও অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ সহ নয়জনকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলা সমন্বয় কমিটির গঠিত হয়েছে। কমিটিতে আরো ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম সমন্বয়কারী হলেন- অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, গালিবুর রহমান গালিব, কাজী হারুনুুর রশিদ পিন্টু, মাসুম খান, শফিকুল ইসলাম, প্রফেসর নওয়াব আলি, অ্যাডভোকেট আব্দুল জলিল খান।
কমিটির সদস্যরা হলেন, যোবায়ের আহমেদ, নজরুল ইসলাম, মোঃ বাবুল হোসেন মোল্লা, মোঃ ইদ্রিস মিয়া, হাবিবুর রহমান বিশ্বাস, মহিদুর রহমান, বাহাদুর খান, মোঃ রইস উদ্দিন, মাও. মানসুর আহমেদ, মোঃ শাহিনুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আসাদুজ্জামান, হোসেন আহমেদ, শরিফুল ইসলাম, মিসেস ইয়াসমিন সুলতানা, মিসেস তাসলিমা চৌধুরী ও ইয়াসমিন বেগম।
যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ জুমবাংলাকে বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০টি জেলায় কমিটি ও অফিস করা হচ্ছে। এরমধ্যে একটি জেলা মানিকগঞ্জ। আমাদের জেলা অফিস নেয়ার বিষয়ে আলোচনা চলছে। শীঘ্রই অফিস নেয়া হবে এবং এক সপ্তাহের মধ্যে সাত উপজেলাতেই কমিটি গঠন করা হবে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সাথে মিলেমিশে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত, কালো টাকার ছড়াছড়ি ও পেশীশক্তির মহড়া বন্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে। যারা সংসদের আইন প্রণেতা হবেন তারা যেন ক্লিন ইমেজের হয়।
যারা বিগত সময়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না তারা এনসিপিকে সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। অনেকেই এখনই সদস্য হতে না চাইলেও সমর্থন দিয়ে যাচ্ছেন। এখনই এনসিপির সদস্য হলে সাধারণ জনগণ অন্যান্য রাজনৈতিক দলের দ্বারা ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।