জুমবাংলা ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। তাই মেধাবী ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য এই ধরনের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা হয়তো আপনি আগে কখনো শোনেননি।
১) প্রশ্নঃ জানেন অশোক চক্রে মোট কয়টি স্পোক রয়েছে?
উত্তরঃ অশোক চক্রে (Ashoka Chakra) মোট ২৪টি স্পোক রয়েছে।
২) প্রশ্নঃ শ্রীলঙ্কা (Sri Lanka) দেশের পুরাতন নাম কী ছিল জানেন?
উত্তরঃ সিলন। ১৯৭২ সালের পর দেশটির নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয়।
৩) প্রশ্নঃ জানেন ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন?
উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম (Muhammad bin Qasim) ৭১১ খ্রিস্টাব্দে আরব সৈন্যদের নিয়ে ভারতের সিন্ধু প্রদেশে আক্রমণ করে।
৪) প্রশ্নঃ কোন ফলটি পাককে দুই বছর অপেক্ষা করতে হয়?
উত্তরঃ আনারস পাকতে প্রায় দুই বছর সময় লাগে।
৫) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?
উত্তরঃ আসলে হাতির দুধে রয়েছে অ্যালকোহল যে কারণে এই দুধ ফেলে মদের মতো নেশা হয়।
৬) প্রশ্নঃ জানেন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ আফ্রিকার নীলনদ (The Nile River) বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত হয়।
৭) প্রশ্নঃ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি (BJP) কবে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন?
উত্তরঃ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দল বিজেপি।
৮) প্রশ্নঃ কোন ফুলটি ১২ বছরে একবার ফোটে?
উত্তরঃ নীল কুরিঞ্জি ফুল (Neelakurinji)।
৯) প্রশ্নঃ বাঘের গুহা রয়েছে ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মধ্যপ্রদেশের প্রায় জঙ্গলের মধ্যে বাঘের গুহা দেখতে পাওয়া যায়।
১০) প্রশ্নঃ ভারতবর্ষের চেয়েও বেশি হিন্দু কোন দেশে বাস করে?
উত্তরঃ জনসংখ্যায় শতকরার ভিত্তিতে ভারতবর্ষের চেয়েও বেশি হিন্দু নেপালে বাস করে (৮১.৩৪%)। এছাড়া এটিই বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।