নতুন আঙ্গিকে আসছে টর

Tor

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন আঙ্গিকে ও আরো দ্রুতগতি নিয়ে আসছে দ্য টর প্রজেক্ট। সম্প্রতি ব্রাউজারটির সর্বশেষ সংস্করণে নতুন সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে এর ব্যবহার আরো সুবিধাজনক ও আরামদায়ক হবে। খবর টেকরাডার।

Tor

দি অনিয়ন রাউটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টর। সব পর্যায়ে যোগাযোগের জন্য এটি একটি উন্মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার। এটি একটি ওভারলে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ করে। ইন্টারনেটে যেসব প্রতিষ্ঠান নজরদারি করে, তাদের কাছ থেকে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এটি ছয় হাজারের বেশি রিলে ব্যবহার করে।

টর ব্রাউজারের নতুন ভার্সনে কনগেশন কন্ট্রোল নামে সে সিস্টেম যুক্ত করা হয়েছে, সেটি টরের কার্যক্রমকে আরো গতিশীল করবে। পাশাপাশি নেটওয়ার্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে বলে প্রাতিষ্ঠানিক ঘোষণা সূত্রে জানা গিয়েছে। টর ব্রাউজারের ০.৪.৭.৭ আলবেইটে একটি সতর্কবার্তাসহ সিস্টেমটি যুক্ত করা হয়েছে।

উন্মুক্ত ও ওপেন সোর্সের সফটওয়্যার হলেও ইন্টারনেটে কোনো কিছুর সন্ধানে এটি তেমন গতিশীল নয়। বিভিন্ন সময় কোনো কিছু খোঁজার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার কারণে যোগাযোগের গতি অনেকটা কমে যায়। টরের গতি বাড়াতে ২০ বছর ধরে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেসব স্বেচ্ছাসেবক সমাধান পেয়েছে বলে জানিয়েছে। টর-ওয়েস্টউড, টর-ভেগাস ও টর-নোলা নামের তিনটি অ্যালগরিদমে এর সন্ধান পাওয়া গিয়েছে। ওয়েস্টউডের কাজ হচ্ছে বড় কাজে প্যাকেট লসের পরিমাণ কমানো। ভেগাস কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটি নিশ্চিত করবে এবং নোলা ব্যান্ডউইথ বিলম্বের বিষয়টি দেখবে।

বাংলা গানের হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন পবনদীপ

অ্যালগরিদমসংক্রান্ত তথ্যের পাশাপাশি টর সিমুলেশন প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে ০.৪.৬ ও ০.৪.৭ ভার্সনের কার্যক্রম পরিচালনার গতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। ব্লিপিং কম্পিউটার কার্যক্রমের গতিবিধিকে চমত্কার আখ্যাও দিয়েছে।