নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ এবং ‘মাস্টার’।

এর মধ্যে ‘দেলুপি’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, যেখানে খুলনা ও ঢাকায় প্রদর্শনের পর উৎসবে এটি ‘ব্রাইট ফিউচার’ শাখায় নির্বাচিত হয়েছে। নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানিয়েছেন, ‘দেলুপি’ দেখানো হবে ৩১ জানুয়ারি এবং ফেব্রুয়ারির ৪, ৬ ও ৭ তারিখে। সিনেমাটি খুলনার মাটির গন্ধ, নদীর গল্প এবং মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতি ও মানুষের নিরন্তর লড়াই এতে ফুটে উঠেছে। সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। এটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
‘মাস্টার’ সিনেমা ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি প্রদর্শিত হবে ফেব্রুয়ারির ১, ২, ৪ ও ৭ তারিখে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প দেখানো হয়েছে। জীবনের সাধারণ দায়িত্ব এবং ক্ষমতার সঙ্গে সংঘর্ষে জাহিরের চরিত্র ধীরে ধীরে বদলে যায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও আরও অনেকে। সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার জোনাকি ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছেন হাও টিং শিহ। প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি।
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমা ‘টাইগার কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হবে। এটি ফেব্রুয়ারির ২, ৩, ৫ ও ৭ তারিখে দর্শকদের সামনে আসবে। গল্পে প্রধান চরিত্র সাধু এবং তার পাগল স্ত্রীকে ঘিরে নির্জন গ্রামীণ প্রেক্ষাপটে ঘটনা আবর্তিত হয়। স্ত্রীর পাগলামি ও সাধুর তার সঙ্গে মোকাবিলা, তাদের সম্পর্ক ও নিখুঁত জীবনের খুঁজ-খবর সিনেমায় ফুটে উঠেছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সেলিনা বানু মনি, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান, অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনটি সিনেমা উৎসবে চারদিন করে প্রদর্শিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


