আন্তর্জাতিক ডেস্ক : সৃষ্টির শুরু থেকেই পোষা প্রাণী হিসেবে কুকুরের জনপ্রিয়তা রয়েছে। শুধু যে পোষ্য হিসেবেই জনপ্রিয় তা নয়; জনপ্রিয়তা রয়েছে বিশ্বস্ত পাহারাদার হিসেবেও। কিন্তু কুকুর পালন করতে গিয়েও অনেক সময় পড়তে হয় নানা বিপত্তিতে। বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য লেগে থাকে হরহামেশাই।
এমন পরিস্থিতিতে ঝামেলা এড়াতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি শহরে নেয়া হয়েছে অদ্ভুত এক উদ্যোগ। এখন থেকে বাড়িতে কুকুর পালতে প্রতিবেশীর অনুমতি নিতে হবে ওই শহরের বাসিন্দাদের।
শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপুর মিউনিসিপ্যাল করপোরেশন (আরএমসি) একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কেউ বাড়িতে কুকুর পালতে চাইলে প্রতিবেশীদের থেকে অনাপত্তিপত্র বা এনওসি নিতে হবে। পাশাপাশি বিষয়টি পৌর কর্তৃপক্ষকেও জানাতে হবে।
শহরটিতে বর্তমানে চার হাজার পোষা কুকুর রয়েছে বলে অনুমান করা হয়। আর পৌর কর্তৃপক্ষের কাছে মাত্র ৩৭টি পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন রয়েছে।
তবে এই নিয়ম বাধ্যতামূলক করতে চায় পৌর কর্তৃপক্ষ। অবশ্য বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।