বিনোদন ডেস্ক : টলিপাড়ার মিষ্টি জুটি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। দিন কয়েক ধরেই টলিপাড়ায় ফিসফিস, ভাঙন ধরেছে তাঁদের সম্পর্কে। পর পর ঘটনাক্রম সেই পূর্বভাস দিচ্ছে বলে মত দুষ্টুলোকেদের। ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজনই দেখা গিয়েছে। কিন্তু এই জন্মদিনটা তৃণাকে দেখা গেল তাঁর আগামী সিরিয়াল ‘বালিঝড়’-এর সেটে জন্মদিনে উদ্যাপন করতে দেখা। তারপর ‘পাঠান’ মুক্তির দিন তৃণাকে ছাড়াই শাহরুখের ছবি দেখতে যান নীল। শাহরুখ অনুরাগী বলেই নামডাক রয়েছে তৃণার। তা সত্ত্বেও স্ত্রীকে ছাড়াই দেখা গেল নীলকে।
তবে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সেই কারণেই একসঙ্গে ‘পাঠান’ দর্শনটা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনার পর থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে। মাত্র তিন দিন পর ‘তৃ-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। কী পরিকল্পনা এ বছর এই জুটির? তৃণা জানান, এই বিবাহবার্ষিকী আলাদা আলাদা থাকছেন তাঁরা।
গত বছরও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তাঁরা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। তবে নিন্দকেরা যেমন ভাবছেন তেমনটা কিছু না। এই মুহূর্তে কাজ নিয়ে দু’জনেই ব্যস্ত। তৃণা বলেন, ‘‘আমার দু’জনেই কাজের বিষয়ে কোনও ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে, কিন্তু ভিডিয়ো কলে আছে।’’ তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝ়ড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এই মুহূর্তে সেটা নিয়ে ব্যস্ত তিনি। অন্য দিকে, কাজের কারণেই শহরে থেকে দূরে থাকতে হবে নীলকে।
এই গুঞ্জনের পর থেকে সমাজমাধ্যমে একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অনেকেই ভেবেছিলেন বিবাহবার্ষিকীর দিন দেখা যাবে তাঁদের। তৃণার কথায়, ‘‘না থাক না, লোকের যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।