আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেইজের মালিক ইলন মাস্ক ইউক্রেনকে বলেছেন, ইউক্রেন প্রতিদিনই দুর্বল হচ্ছে এবং এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে রাশিয়ার সাথে আলোচনায় বসার আগে ইউক্রেন কতটা ভূখণ্ড হারাবে এবং আরো কত মানুষের প্রাণ যাবে।
সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে গতকাল (শনিবার) তিনি একথা বলেছেন। ইলন মাস্ক বলেন, কোনো বোকাও একথা বিশ্বাস করেনি যে, বহু প্রত্যাশিত রুশবিরোধী সামরিক অভিযানে ইউক্রেন সফলতা পাবে, এমনকি তার পরামর্শ শুনে যদি ইউক্রেন আক্রমণ বাদ দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টাও করতো তাহলেও তারা তাতে সফল হতো না। যে দেশের হাতে প্রাকৃতিক প্রতিবন্ধকতা নেই, সে দেশের নিরাপত্তা রক্ষা করা কঠিন।
তিনি বলেন, রাশিয়ার হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য যেখানে ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণে আর্মর ভেহিকেল ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেখানে রাশিয়ার মতো বৃহৎ সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে যাওয়া নিতান্তই মর্মান্তিকভাবে প্রাণহানির ঝুঁকি নেয়া ছাড়া আর কিছু নয়।
মাস্ক আরও বলেন, দিনেপারে আঘাত করার আগে রাশিয়া আরো বহু ভূখণ্ড দখলে নেবে, যা ঠেকানো ইউক্রেনের জন্য কঠিন। এছাড়া, রুশ সেনারা ওডেসার দখলও নিয়ে নিতে পারে। এ অবস্থায় কৃষ্ণসাগরে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ হওয়ার আগে ইউক্রেনের উচিত রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। পার্সটুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।