নেহা শর্মা নাকি রিয়া চক্রবর্তী, কে হচ্ছেন শাকিবের বলিউডি নায়িকা?

বিনোদন ডেস্ক : ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। সুপারস্টার শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু বেনারস থেকে।’ -দুদিন আগে ঠিক এ কথা ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন পরিচালক অনন্য মামুন।

আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি সংকর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন, ‘তাদের সঙ্গে মিটিং সফল হলো।’ এর আগে মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার পথে একটি ভিডিও বার্তা দিয়ে অনন্য মামুন বলেন, স্ক্রিপ্টের কাজ শেষ করে ভিএফএক্সের মিটিংয়ে যাচ্ছি। শাকিব ভাইকে নিয়ে একটি ছবি যত্ন করে বানাতে যাচ্ছি। শাকিবিয়ানদের বলছি, ধৈর্য্য ধরেন ভালো কিছু হবে।

বিগত কয়েকদিন নির্মাতা অনন্য মামুনের ফেসবুক পোস্টগুলো ঘাঁটলে শাকিব খানকে নিয়ে এমন আরও একাধিক পোস্ট চোখে পড়বে।

বিশেষ করে শাকিবের জন্মদিনে তার সঙ্গে ছবি দিয়ে নবাব এলএল.বি খ্যাত এই নির্মাতা লিখেছিলেন, ‘আওয়াজ নয় শুধুই কাজ হবে, এত বড় ধামাকা হবে যা এর আগে কখনো বাংলাদেশের চলচ্চিত্রে কেউ দেখেনি।’ সেটি অনেকেই ফাঁকা আওয়াজ মনে করেছিল। কিন্তু নির্মাতা মামুন থেমে নেই!

সত্যি সত্যি কী আবার শাকিবকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ। শুটিং কবে করবো ডেটও জানিয়ে দিয়েছি (৩০ সেপ্টেম্বর)। তাই এখানে কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা একটি বড় প্রজেক্ট করতে চাচ্ছি। এজন্য আমাদের রেডি হতে সময় লাগছে। বাংলাদেশ-ইন্ডিয়া একসঙ্গে মুক্তি দেব। সবকিছু এখন মোটামুটি রেডি করেছি।

বর্তমানে ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’র শুটিং করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করবো।

অনন্য মামুন বলেন, ইন্ডিয়ার কোন হাউজের সঙ্গে কো-প্রডাকশন করছি সেটাও পরে জানাবো। শুটিংয়ের কয়েকমাস বাকি, আগেই জানাতে চাই না।

এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। তবে সূত্র জানায়, অনন্য মামুনের এ ছবির ব্যাপারে শাকিব খানের সাথে গেল মার্চ থেকে কথা বলছেন। শাকিব কাজটির ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।

সূত্র জানায়, এ ছবি চূড়ান্ত স্ক্রিপ্ট করা হচ্ছে মালয়ালাম থেকে। বাংলার পাশাপাশি রিলিজের কথা আছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতে।

সূত্রটি আরও জানায়, শুধু বলিউডের নেহা শর্মা নয়, নায়িকা হিসেবে কথাবার্তা চলছে মুম্বাইয়ের রিয়া চক্রবর্তীর সঙ্গে। আছে অভিনেত্রী দর্শক বণিকের নাম। তবে চূড়ান্তভাবে নায়িকা হতে পারেন বলিউডের কেউ!

কদিন আগে অনন্য মামুন বলিউডের নেহা শর্মাকে নিয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘মেয়েটিকে খুব ভালো লাগে’। তাহলে নায়িকা কি তিনি? আর ছবির নাম কী? বলেন, এগুলো এখন জানাতে চাই না। অপশনে দু-তিনজন নায়িকা আছেন। ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে চমকে দেব।

আমেরিকা থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি : জায়েদ খান