স্পোর্টস ডেস্ক : ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেছে নেপাল। ক্রিকেটপাগল দেশটির বিশ্বকাপ প্রত্যাবর্তনের ম্যাচে তাই ঢল নেমেছিল নেপালি দর্শকদের। ঘরের মাঠের মতো পরিবেশ পেয়েও অবশ্য হাসেনি নেপালি ব্যাটারদের ব্যাট। ডাচদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অল্প রানে আটকে গিয়েছে রোহিত পাউডেলের দল।
মঙ্গলবার (৪ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে নেপাল। প্রথম ইনিংস শেষে ১০৬ রানে অলআউট হয়েছে রোহিত পাউডেলের দল।
ডাচদের প্রত্যেক বোলারই এদিন দুর্দান্ত বোলিং করেছেন। সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল এবং পেসার লোগান ফন বিক। দুটি করে উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন এবং বাস ডি লিডি।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নেপালের। ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন আসিফ শেখ। ডাচদের প্রথম উইকেট এনে দিয়েছেন প্রিঙ্গেল। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলে কুশল কুশাল ভুর্তেলকে ফেরান লোগান ফন বিক।
দ্রুত উইকেট হারানোর পর নেপালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক পাউডেল এবং অনিল শাহ। তৃতীয় উইকেটে ২৫ রানের জুটি গড়েন তারা। পুরো নেপালি ইনিংসে সেটিং সর্বোচ্চ রানের জুটি। ১১ রান করা অনিলকে ফেরান প্রিঙ্গেল।
অনিলের বিদায়ের পর এক প্রান্তে উইকেট হারাতে থাকে নেপাল। কুশল মাল্লা, দীপেন্দ্র সিং এইরে এবং সোমপাল কামিরা টিকতে পারেননি বেশিক্ষণ। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাউডেল। প্রিঙ্গেলের স্পেলের শেষ বলে তিনিও ফেরেন ক্যাচ দিয়ে। ৩৭ বলে ৩৫ রান করেছেন নেপাল অধিনায়ক। শেষদিকে কারান কেসি ১২ বলে ১৭ রান করলে কোনোমতে ১০০ পেরোয় নেপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।