আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী ২০২৩ সালে পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সুইজারল্যান্ডের খাদ্য ও পানীয় প্রস্তুতকারক বহুজাতিক প্রতিষ্ঠান নেসলের। তবু গেল বছরে সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার লাভ করেছে তারা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিষ্ঠানে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নেসলে। ২০২৩ সালে পণ্য বিক্রি ২০২২ সালের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা এ হার ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে ধারণা করেছিলেন।
তবে নেসলের বার্ষিক লাভ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। গত ২ বছর যাবৎ প্রতিষ্ঠানটির পণ্যের দাম ক্রমাগত বেড়েছে। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির জেরে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।ফলে কিছু ভোক্তা হারিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে নেসলের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। বছরে বিক্রি ১ দশমিক ৫ শতাংশ কমেছে। সবমিলিয়ে বাৎসরিক আয় হয়েছে ১০৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। তবে পূর্বাভাস ছিল ১০৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
গত বছর নেসলের পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। বিনিয়োগকারীদের দুশ্চিন্তা, পণ্যের দাম না কমালে পুনরায় আগের মতো ক্রেতা পাবে না প্রতিষ্ঠানটি। তবে নেসলে দাবি করেছে, ২০২৪ সালে অর্গানিক বিক্রি প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ। সেই সঙ্গে বাণিজ্যিক পরিচালন মুনাফার হারও হালকা ঊর্ধ্বমুখী হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।