নেট দুনিয়ায় ঝড় তুললো নায়িকা তুষির এই ছবিটি

নাজিফা তুষি

বিনোদন ডেস্ক : মেজবাউর রহমান সুমনের আলোচিত সিনেমা ‘হাওয়ার’র নায়িকা নাজিফা তুষি। ‘হাওয়া’র সুবাদে তিনিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ যেমন দিনকে দিন বাড়ছে, তেমন এর অভিনয় শিল্পীদের নিয়েও হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। এর আগে ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’ সিনেমার পোস্টার সরানোকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তুষি।

নাজিফা তুষি

এবার তার প্রকাশিত একটি ছবিকে ঘিরে নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা। গতকাল মঙ্গলবার তুষি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে পাওয়া যায় স্কিনি পোশাকে। আর মুহূর্তের মধ্যেই ছবিটি ছড়িয়ে পরে নেটদুনিয়ায়। যেটিকে কেন্দ্র করে নেটিজেনরা মেতেছেন নানা আলোচনা-সমালোচনায়।

নাজিফা তুষি

ইতোমধ্যেই তুষির সেই ছবিটি শেয়ার হয়েছে প্রায় ৮শ। আর লাইক ও মন্তব্য পড়েছে ৭৬ হাজার এবং ৯ হাজারেরও বেশি।

প্রিন্স রাব্বি নামে একজন সেই ছবির ঘরে মন্তব্য করেছেন, ‘তোমায় আমি ভালো ভাবছিলাম।’

সোহাগ আহমেদ লিখেছেন, ‘অনেক উন্নতি হচ্ছে। আশা করি, কয়েক দিনের ভেতরেই গরম খবর পাওয়া যাবে।’

রিমন জাহিদ লিখেছেন, ‘পরীমনির দিন শেষ, নাজিফা তুষির বাংলাদেশ।’

সোহাগ মুন্সি লিখেছেন, ‘জনপ্রিয়তার ঠেলা সামলানো অনেক কঠিন।’

মোহাম্মদ শাওন লিখেছেন, ‘শাড়িতেই ভাল্লাগে তোমাকে, এসবে নাহ!’

পেগাসাস স্পাইওয়্যার কী, কীভাবে এটা ফোন হ্যাক করে

স্বাধীন হোসেন লিখেছেন, ‘তোমাকে আমি পর্দাশীল মনে করছিলাম।’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে ছবিটি ঘিরে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নাজিফা তুষির কোনো বক্তব্য পাওয়া যায়নি।