নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন জয়া

জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই নিজের আবেদন ছড়াতে এগিয়ে। সোশ্যাল মিডিয়ায় রূপের ঝলক দিয়ে ভক্তদের মুগ্ধ করতে তার জুড়ি নেই। প্রায়শই তিনি এমন রূপের আবহ মেলে হাজির হন, যা দেখে ভক্তরা নতুন করে জয়ার প্রেমে পড়েন।

জয়া

ঠিক তেমনই আবারও ক্যামেরায় ধরা দিলেন। বৃহস্পতিবার বিকালে কমলা রঙের শীতের পোশাকে রূপের উষ্ণতার পারদ ঢেলে হাজির হয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে। যা দেখে ভক্ত অনুরাগীরা রীতিমতো রূপের আগুনে ঝলসে গিয়েছেন। তাই তো ছবির নিচে মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে করছেন রসালো মন্তব্য।

কেউ মন্তব্যে তুলনা করছেন আকাশের পরীর সঙ্গে আবার কেউবা বলছেন সুইট সিক্সটিন। মেয়েরা আবার অহংকার করে প্রশ্ন তুলছেন, জয়া কি কখনো বুড়ি হবে না।

৭টি লক্ষণে বুঝবেন স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে

আক্তারুল আজিম নামের একজন লিখেছেন, ‘জয়া আহসান জীবন্ত, এটা তার প্রমাণ। এই বয়সেও তিনি তার যৌবন ধরে রেখেছেন। তার কাছে বয়স শুধু একটি সংখ্যা।’ সখিনা বিবি নামের একজন লিখেছেন, ‘আমাকে বলতেই হবে জয়া আহসান একেবারেই চমত্কার এবং অত্যাশ্চর্য। অসামান্যভাবে তার যৌবন ধরে রেখেছে তিনি।’