আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের মাঝেই আবার ইসরাইলি প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হয়েছে। আদালতগুলোকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরুর নির্দেশ দেয়া হলে ওই মামলাটির কার্যক্রম শুরু হয়।
সোমবার (৪ ডিসেম্বর) ইসরাইলি মিডিয়া সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইসরাইলের মূল দৃষ্টি গাজা যুদ্ধের দিকেই রয়েছে। তবে আদালতগুলোকে মামলার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরুর নির্দেশ দেয়া হলে নেতানিয়াহুর মামলাটি সামনে আসে। পরে তাকে ওই মামলার শুনানিতে অংশ নেয়া থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবশ্য কয়েক মাসের মধ্যে তাকে ডাকা হতে বলেও মিডিয়া সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করছেন, এসব অপরাধে তিনি দোষী নন। বরং মিডিয়া ও বামদের সাজানো নাটকে তিনি ফেঁসে গেছেন।
সূত্র : আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।