নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তুললো ‘লাল সিং চাড্ডা’

লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে প্রত্যাশামতো ব্যবসা না করলেও নেটফ্লিক্সে ভারতের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে আমির খান-কারিনা কাপুর জুটির ‘লাল সিং চাড্ডা’। চলতি মাসের শুরুতে ছবিটি নেটফ্লিক্সে প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী লাল সিং চাড্ডা আয় করেছিল ১৩০ কোটি রুপি। মুক্তির দুইমাস পরেই নেটফ্লিক্সে এসেছে ছবিটি।

লাল সিং চাড্ডা

নেটফ্লিক্সে অ-ইংরেজি ভাষার ছবিগুলোর মধ্যে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। শীর্ষ স্থানে আছে নাইজেরিয়ার ছবি ‘আনিকুলাপু’। নেটফ্লিক্সে শীর্ষ দশে একাধিক ভারতীয় ছবি রয়েছে। তবে লাল সিং চাড্ডাই বেশি দেখছে দর্শক। বাংলাদেশ, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, মরিশাস ও আরব আমিরাতেও শীর্ষে রয়েছে ‘লাল সিং চাড্ডা’।

বুকের দুধ খাওয়ানো দৃশ্যে নিয়ে মুখ খুললেন মন্দাকিনী

অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র অফিসিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। ছবিতে লাল চরিত্রে অভিনয় করেছেন আমির। ছবিতে তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য এবং মায়ের চরিত্রে ছিলেন মোনা সিং।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস