বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অনিল কাপুর। হিন্দি, ইংরেজিসহ নানা ভাষায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ভারতীয় দর্শকদের কাছে তিনি প্রিয় ‘মিস্টার ইন্ডিয়া’। তকে আজও পর্দায় দেখতে অপেক্ষা করেন দর্শক। অনিল এবার আসছেন নেটফ্লিক্সে।
তার নতুন সিনেমা ‘থর’। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এ ছবিতে আরও অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর, ফাতিমা সানা শেখসহ অনেকেই।
সাসপেন্স, রহস্য এবং রোমাঞ্চের মিশ্রণে তৈরি হয়েছে সিনেমাটি। এটি ৬ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
বিজয়ের সিনেমা দেখতে উপচেপড়া ছুটির আবেদন
এই সিনেমা সম্পর্কে অনিল কাপুর বলেন, ‘‘থর’ দিয়ে আমরা যা অর্জন করেছি তার জন্য আমি অত্যন্ত গর্বিত। বিভিন্ন কারণে সিনেমাটি নিয়ে খুব উত্তেজিত আমি। এই ছবি হর্ষবর্ধন কাপুর এবং ফাতিমা সানা শেখকে নতুন জুটি হিসেবে দারুণভাবে উপস্থাপন করবে।’
রাজ সিং চৌধুরী পরিচালিত ‘থর’ সিনেমার গল্পটি রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামের। যেখানে প্রাচীন জিনিসপত্রের একজন ব্যবসায়ীকে দেখা যাবে। যার মাধ্যমে একের পর এক হিংসাত্মক হত্যাকাণ্ড ঘটতে থাকবে। স্থানীয় পুলিশ অফিসার সুরেখা সিং এইসব হত্যাকাণ্ডের তদন্ত করতে এসে নানা ঘটনার সম্মুখীন হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।