বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্যান্য দেশের মতো ভারতেও বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং। এবার থেকে কেবল একটি পরিবারের মধ্যে শেয়ার করা যাবে পাসওয়ার্ড। যারা এতদিন বন্ধুদের পাসওয়ার্ড দিতেন তাদের জন্য চিন্তা তৈরি করেছে এই সিদ্ধান্ত।
ওটিটি প্ল্যাটফর্মে বাড়তি সদস্য যোগ করতে চাইলে অতিরিক্ত টাকা খরচ করতে হবে বলে জানিয়েছে নেটফ্লিক্স। কিন্তু আপনি চাইলে এই সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। ভাবছেন কী ভাবে? আসলে এই ওটিটি সাবস্ক্রিপশনগুলি সম্পূর্ণ ফ্রি-তে নিজেদের রিচার্জ প্ল্যানের সঙ্গে দিয়ে থাকে জিও, এয়ারটেলের মতো সংস্থা।
এক দিকে যেমন রিচার্জের সুবিধা পাবেন তেমনই অন্যদিকে উপভোগ করা যাবে নেটফ্লিক্স তাও আবার সাবস্ক্রিপশনের জন্য এক পয়সা খরচ না করেও। কিন্তু কোন কোন রিচার্জ প্ল্যানে ফ্রি নেটফ্লিক্স মেম্বারশিপ পাবেন সেই তথ্য বহু মানুষই জানেন না। তাই চলুন উক্ত রিচার্জ প্ল্যানগুলি জেনে নেওয়া যাক।
জিও ৬৯৯ টাকা : এটি একটি পোস্টপেইড প্ল্যান যার দাম 699 টাকা। উক্ত প্ল্যানের অধীনে পরিবারের জন্য 3টি সিম, 100GB ডেটা (প্রতি সিমে অতিরিক্ত 5GB ডেটা), আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS এবং সম্পূর্ণ ফ্রি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জিও টিভি, জিও সিনেমা সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা রয়েছে।
জিও ১৪৯৯ টাকা : এটিও একটি পোস্টপেইড প্ল্যান যার জন্য খরচ করতে হবে 1,499 টাকা। যেখানে সুবিধা রয়েছে 300GB ডেটা, প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কল। 699 টাকা এবং এই প্ল্যান উভয়েই মিলবে 5G সুবিধা। আপনার কাছে যদি জিও ফাইবার কানেকশন থাকে তাহলে নেটফ্লিক্স সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাবেন।
এয়ারটেল ১১৯৯ টাকা : এয়ারটেলের দারুণ একটি পোস্টপেইড প্ল্যান এটি। যার দাম 1199 টাকা। এই প্ল্যানের মধ্যে রয়েছে 150GB ডেটা, প্রতিদিন 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কল। জিওকে টেক্কা দিতে এয়ারটেল এই রিচার্জ প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার ইত্যাদি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফার করেছে।
এয়ারটেল ১৪৯৯ টাকা : আরও সুবিধা পেতে গ্রাহকেরা এয়ারটেলের 1499 টাকা মূল্যের এই পোস্টপেইড প্ল্যানটি বাচতে পারেন। যেখানে থাকছে 200GB হাই স্পিড ডেটা, দৈনিক 100টি SMS, আনলিমিটেড ভয়েস কলিং। এর সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।