বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের সিনেমা মানেই ধামাকাদার অ্যাকশনের কাজ। সেই দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক ধানুশ। এবার তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে চলে গেলেন সরাসরি হলিউডে। আসছে হলিউডের ব্যয়বহুল সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। আর সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন এই অভিনেতা।
এদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’খ্যাত পরিচালক জুটি রুশো ব্রাদার্স পরিচালনা করেছেন সিনেমাটি। আর এর হাত ধরেই হলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ধনুশের। এদিকে যে বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে তা হলো সিনেমার বাজেট। এর জন্য নেটফ্লিক্স পরিচালক জুটিকে প্রায় ১৮৮৩ কোটি টাকা দিয়েছে।
এ ছাড়া ‘দ্য গ্রে ম্যান’-এর শুটিং হয়েছে বিশ্বের দারুণ সব জায়গায়। এক সাক্ষাৎকারে পরিচালক জানান, সিনেমার একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে ৪০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৭৭ কোটি টাকা খরচ হয়েছে। এই অ্যাকশন দৃশ্যটি আলাদা একটি সিনেমার মতো করেই শুট করা হয়েছে, যার দরুন এত খরচ হয়। তা ছাড়া সিনেমাটি এখন পর্যন্ত নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
এদিকে সিনেমায় একজন গুপ্তঘাতকের চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। সুযোগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করেছি। আমি খুবই উচ্ছ্বসিত। সিনেমায় আমার বেশি সংলাপ নেই। এ সিনেমায় আমি অনেক কিছু শিখতে পেরেছি।’ তা ছাড়া সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা রায়ান গসলিং। এ ছাড়াও রয়েছেন ক্রিস ইভানস, স্পেনীয় অভিনেত্রী অ্যানা ডে আর্মাস। ২২ জুলাই নেটফ্লিক্সে সিনেমাটি স্ট্রিমিং হবে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।