বিনোদন ডেস্ক : জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Netflix বরাবরই ট্রেন্ডিং সব সিনেমা নিয়ে আসে সিনেপ্রেমীদের জন্য। বিশ্বব্যাপী জনপ্রিয় এ প্ল্যাটফর্মে দর্শকপ্রিয়তায় বরাবরই কিছু সিনেমা জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও মিলছে একই চিত্র। এ মুহূর্তে বাংলাদেশে প্ল্যাটফর্মটিতে ট্রেন্ডিংয়ে রয়েছে ৫টি সিনেমা।
Netflix এ কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি উপভোগ করছেন বাংলাদেশি দর্শকরা জানেন?
আসুন এক নজরে জেনে নিই Netflix Trading থাকা ৫ সিনেমার নাম-
১। ভুলভুলাইয়া ৩
ডিসেম্বরের শেষ সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া ৩’। মুক্তির প্রায় এক মাস পরও ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। হরর কমেডি ঘরানার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের সঙ্গে তৃপ্তি দিমরির রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।
২। মিশন ইমপসিবল ৮
অ্যাকশন, গতি আর রুদ্ধশ্বাস স্টান্টে সিনেমাপ্রেমীদের কাছে সব সময়ই প্রিয় ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। সর্বাধিক জনপ্রিয় চরিত্রগুলোর একটি টম ক্রুজের এই ইথান হান্ট। সিনেমাটি নেটফ্লিক্সে আসার পর বাংলাদেশে ট্রেন্ডিং সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।
৩। রাইফেল ক্লাব
Netflix Trading এর অন্যতম লিস্টে আছে অনুরাগ কাশ্যপ, দীলেশ পোথান অভিনীত মালায়ালাম সিনেমা ‘রাইফেল ক্লাব’। সম্প্রতি মুক্তি পাওয়া আশিক আবু পরিচালিত দারুণ রোমাঞ্চকর এই সিনেমাটি ইতোমধ্যে মুগ্ধ করেছে দর্শকদের।
৪। ব্যাক ইন অ্যাকশন
এই মুহূর্তে বাংলাদেশে Netflix Trading এর অন্যতম সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। পরিচালক সেথ গর্ডনের অ্যাকশন, কমেডি ঘরানার এ সিনেমায় সিআইএ অপারেটিভের ভূমিকায় দেখা যাবে জেমি ফক্স এবং ক্যামেরন ডিয়াজকে।
৫। থাঙ্গালান
তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের সোনার খনি শ্রমিকদের জীবনের সত্য ঘটনা নিয়ে নির্মিত দক্ষিণী সিনেমা ‘থাঙ্গালান’। জনপ্রিয় তারকা চিয়ান বিক্রম নিজের ব্যতিক্রমী লুক দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।