বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই নেটিজেনদের চর্চায় অভিনেত্রী মৌনী রায়। মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌনী। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর চেহারার অসঙ্গতি। যেন একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী। তাঁর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনও ছিল না। নেটিজেনদের নজর পড়েছে মৌনীর ঠোঁটেও। বদলে গিয়েছে নায়িকার ঠোঁটের গড়ন।
তাঁর এই বদল দেখে নেটিজেনদের অনুমান, তিনি হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনী। কিন্তু নেটপাড়ার গুঞ্জন, এবারের সার্জারি মোটেই সফল হয়নি তাঁর। তাই বদলে গিয়েছে তাঁর মুখের গড়ন। কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি, চুল কেটেছেন নতুন স্টাইলে। যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে না পড়ছে না। কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলছে তাঁকে ঘিরে চর্চা। বর্তমানে প্রায় প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি, তাঁর আগামী ছবি ‘দ্য ভূতনি’র প্রচারে এসে কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনী। অভিনেত্রীর কথায়, “এই ধরনের মন্তব্য এড়িয়ে যাই। আসলে এমন অনেক মানুষ আছেন, যাঁরা আড়ালে থেকে সমালোচনা করেই সুখ পান। তাঁদের নিয়ে বেশি কথা বলতে গেলে নিজেরই ক্ষতি। তাঁদের এতটাও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া প্রত্যেকে নিজের কাজ করছে। এই নিয়ে এত কথা উঠবেই বা কেন?”
প্রসঙ্গত, আগামীতে মৌনীকে দেখা যাবে হরর-কমেডি ছবি ‘দ্য ভূতনি’তে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সঞ্জয় দত্ত, পালক তিওয়ারি ও সানি সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।