বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ব্যাটার ও উইকেটকিপার ঋষভ পন্থ। সেই সময় ঋষভের কাঁধে ভর করে লাইমলাইট ছিনিয়ে নেন বলি ডিভা ঊর্বশী রাওতেলা। যদিও এর আগেও ঋষভের সঙ্গে নাম জড়িয়ে সোশাল মিডিয়ায় ক্রিকেট তারকা আর বলি তারকাকে নিয়ে তরজা হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক। এবার পাঠানের বিতর্কিত গান বেশরম রং-এর রিল ভিডিয়ে বানালেন ঊর্বশী রাওতেলা। ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই ঋষভকে টেনে ঊর্বশীকে খোঁচা মারে নেটিজেনরা। যদিও এই গানের তালে নাচতে দেখা যায়নি তাঁকে, তবে মুখ-চোখের মুভমেন্টেই একেবারে বাজিমাৎ। দুধ সাদা পোশাকে রিল ভিডিয়োতে নজর কেড়েছেন ঊর্বশী। কখনও এদিক-ওদিক মুখ ঘোরাচ্ছেন তো কখনও আবার হালকা হাসছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বেশরম রং।
রিল ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছন, “সিদ্ধার্থ পন্থকে একেবারে লুটে নিলেন।” নেটপাড়ার অন্য এক সদস্য বেশরম রং গানের প্রথম লাইন টেনে ঊর্বশীকে খোঁচা দিয়ে লিখেছেন, “এভাবে ঋষভের মন পাওয়া যাবে না। উনি খুব শক্ত মনের মানুষ।” ২০১৮ সাল থেকে ঊর্বশীর সঙ্গে পন্থের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। এরপর গত বছরের অগাস্ট মাস থেকে ফের চর্চায় আসে ঋষভ-ঊর্বশী। কিছুদিন আগে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের বাইরের ছবি শেয়ার করে চরম ট্রোলের মুখে পড়েছিলেন ঊর্বশী রাওতেলা।
সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা একহাত নিয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাওতেলাকে। কেউ মন্তব্য করেছেন, ‘লাইমলাইটে থাকতে এই ধরণের কাজ করছেন ঊর্বশী।’ নেটপাড়ার এক সদস্য আবার কটাক্ষ করে লিখেছেন, ‘ঋষভকে দেখার জন্য ছটফট করছেন ঊর্বশী।’ ঊর্বশীকে খোঁচা দিয়ে আরও এক নেটিজেন লিখেছেন, ‘তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে হাসপাতালের ছবি শেয়ার করে চলেছ।’
শুধু ঊর্বশীই নন, অভিনেত্রীর মা মীরা রাওতেলাও ঋষভের জন্য সকলকে প্রার্থনা করতে বলেছিলেন। সেই ঘটনার জেরে সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রীর মা। উল্লেখ্য, ঋষভ পন্থ এবং ঊর্বশীকে নিয়ে গুঞ্জনটা অনেকদিনের। যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার ও উইকেটকিপার ঋষভ পন্থ। প্রকাশ্যে নিয়ে এসেছিলেন প্রেমিকার নাম। এরপরেও ঊর্বশীর একাধিক সোশাল মিডিয়া পোস্ট নিয়ে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।