জুমবাংলা ডেস্ক : নেত্রকোনা দুর্গাপুরে এক কলেজছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) পৌরসভার বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। তিনি দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের ওই ছাত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যান।
ওই যুবকের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথামতো তারা সেখানে একটি হোটেলে উঠেন। সোমবার বিকেল ৩টার দিকে ওই যুবক হোটেলে থেকে বের হয়ে খাবার কিনতে যান। এসময় তার হবু স্ত্রী হোটেলে অবস্থান করছিলেন।
এই সুযোগে ফয়সাল পুলিশকে জানান, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেফতার করে। এসময় ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে।
পরে পুলিশ ওই যুবককে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পরে পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এসময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।