জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভাগনের হাতে মামা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভাগনে মাজহারুল (২৫) তার মামা কাঞ্চন মিয়া (৫৫)-কে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী কাঞ্চনকে প্রথমে স্থানীয় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো জানা যায়, ভাগনে মাজহারুল তার স্ত্রী ও তার মাকে বিভিন্ন সময় বকাঝকা করতেন। পরে তার মা ভাই কাঞ্চন মিয়াকে বিষয়টি মীমংসা করে দেওয়ার জন্য বলেন।
কাঞ্চন পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করার জন্য ভাগনে মাজহারুলকে শাসন করতে গেলে এই হত্যার ঘটনাটি ঘটে।
গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদির মিয়া বলেন, ‘শুনেছি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। কাঞ্চন মিয়া খুব ভালো লোক ছিলেন।’
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।