আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচন প্রায় শেষ দিকে। আর সপ্তাহখানেকের মধ্যেই শেষ হবে ভোটাভুটি। এবারের নির্বাচনে বিজেপি বা ইন্ডিয়া জোট পরস্পরকে তীব্র আক্রমণ করেছে বাগ্যুদ্ধের মাধ্যমে। কিন্তু ষষ্ঠ দফার ভোটপর্বের আগে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, বিরোধীদের সঙ্গে নিয়েই চলতে চান তিনি। এমনকি তাদের ভালোগুলোও গ্রহণ করতে আপত্তি নেই তার। বিরোধীদের শত্রু মনে করেন না তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, আমি কাউকে চ্যালেঞ্জ করতে চাই না, বরং সকলকে সঙ্গে নিয়েই চলতে চাই। কাউকে হেয় করতে চাই না। ৬০-৭০ বছর ধরে তো ওরা সরকার চালিয়েছে। ওদের কাছ থেকে ভালোগুলো শিখতে চাই। বিরোধীদের শত্রু বলে কখনোই মনে করি না। গঠনমূলক সমালোচনা ও পরামর্শে তার আপত্তি নেই উল্লেখ করে মোদি বলেন, আমি ‘পুরনো মানসিকতা’ থেকে বেরিয়ে আসতে চাই।
অষ্টাদশ শতাব্দীর আইন কিংবা ঐতিহ্যের সাহায্যে একবিংশ শতাব্দীর ভারতের ভবিষ্যৎ তৈরি করতে ইচ্ছুক নই। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।