জুমবাংলা ডেস্ক : অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সাত জেলায় নতুন দায়িত্ব পেয়েছেন সাতজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা। তাদের মধ্যে ছয়জন বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের সহকারী সিনিয়র সচিব আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হককে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসানকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), কিশোরগঞ্জের কটিয়াদীর নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), বরিশালের মেহেন্দীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুননবীকে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা হয়েছে।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানাকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পূবন আখতারকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং বরিশালের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারকে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলা) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।