নতুন অ্যালবাম নিয়ে আসছে বিটিএস

বিটিএস

বিনোদন ডেস্ক : এই সময়ে পৃথিবী জুড়ে জনপ্রিয় ব্যান্ডের তালিকায় রয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। খুব অল্প সময়ে গড়ে উঠলেও অনুরগীদের হৃদয়ে ব্যাপক সাড়া ফেলেছে এই ব্যান্ড। এবার আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে পৃথিবী বিখ্যাত এই ব্যান্ডের নতুন অ্যালবাম।

বিটিএস

রবিবার বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে হতে চলেছে বিটিএস ব্যান্ডের পরবর্তী অনুষ্ঠান।

বিগহিট এক বিবৃতি জানিয়েছে, “বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সর্মথনের অপেক্ষা করছি।”

২০১৩ সালে ৭ সদস্য নিয়ে ডেবিউ করে এই ব্যান্ডটি। ব্যান্ডটির প্রথম গান ‘নো মোর ড্রিম’, অ্যালবামের নাম ছিল ‘টু কুল ফোর স্কুল’।

সেই সময় এই ব্যান্ডের সদস্যদের প্রত্যেকের বয়স ছিলো ১৫-২০ এর কোঠার মধ্যে। মার্কিন মুলুকে বিটলস ছাড়া অন্য কোনও মহাদেশের ব্যান্ডের এমন খ্যাতি এই প্রথম। এই ব্যান্ডটির বেশিরভাগ গানই কোরিয়ান ভাষায় লেখা। দলের মাত্র এক জন সদস্য ইংরেজিতে পারদর্শী।

শৌখিনতায় হুয়াওয়ে ওয়াচ জিটি ৩

এই ব্যান্ডের জনপ্রিয়তার নেপথ্যে আরও একটি কারণ, এই সাত সদস্যই জাঁকজমকপূর্ণ পোশাক, গলায় সোনার চেন, গাঢ় আইলাইনার-সহ এমন সাজগোজ করতে পছন্দ করেন যা কি না পুরুষোচিত সাজগোজের চিরাচরিত মাপকাঠির সঙ্গে মানানসই নয়। কিন্তু এই স্টাইলই তাদের সারা বিশ্ব ব্যপক জনপ্রিয়তা এনে দিয়েছে।