বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেকেরই হয়তো জানা নেই, যেসব ইলেকট্রিক সাইকেল-স্কুটারের গতি ২৫ কিলোমিটারের কম সেসব দ্বিচক্র যান চালাতে লাইসেন্স লাগে না। শুধু হেলমেট পরলেই হয়। এছাড়াও সড়কে চলাচলের আইন-কানুন মানলেই হয়। এমনই একটি স্বল্পগতির ইলেকট্রিক স্কুটার আনল ইউলু উইন।
ভারতে পাওয়া যাচ্ছে এই স্কুটার। যার দাম ৫৫ হাজার ৫৫৫ রুপি। কিস্তিতেও কেনার সুযোগ আছে।
ইউলু উইন নামের এই ইলেকট্রিক স্কুটারে ৫১ ভোল্ট ১৯ অ্যাম্পিয়ারে ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই বৈদ্যুতিক বাহনের সর্বাধিক স্পিড ২৪.৯ কিলোটমার প্রতি ঘণ্টায়। এতে রয়েছে ২৫০ ওয়াটের মোটর এবং অপ্টিমাম পারফরম্যান্সের জন্য একটি বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে।
চালকের নিরাপত্তা নিশ্চিত করতে ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই ব্রেকগুলো স্কুটারটির দুটি চাকাই স্বতন্ত্র ভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এবং দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।
দীর্ঘ পথ ভ্রমণ এবং মনোরম যাত্রার জন্য তৈরি করা হয়েছ এই ইলেকট্রিক স্কুটার। এর সিট কনট্যুরটি এমন ভাবেই ডিজাইন করা হয়েছে, যা শুধুই ইউজার-ফ্রেন্ডলি নয়, অনন্যও বটে।
কম্পিউটারাইজড কনসোল দেওয়া হয়েছে স্কুটারটিতে, যা এর চেহারাকে আরও উন্নত করেছে। স্কুটারের ডিজাইন, আকার ও আয়তন যতটা সম্ভব ছোট রাখা হয়েছে, যাতে তা রাস্তায় নিয়ন্ত্রণ করা সহজ হয়।
সবুজ শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নাভি, নেট দুনিয়ায় ঝড় তুললো পর্দার পর্ণা
ই-স্কুটারটিতে রয়েছে ১২ ইঞ্চির বড় হুইল, যা একে একটি স্টাইলিশ লুক দিয়েছে। তবে এই ছোট্ট, কিউট ইলেকট্রিক স্কুটার চালাতে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে না। bikeফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার শক অ্যাবজর্বার সাসপেনশন রয়েছে স্কুটারটিতে। তার ফলে রুক্ষ্ণ রাস্তায় স্কুটারটিতে কোনও জার্ক অনুভূত হয় না। তবে এর গতি একটু কম।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.