বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দাম শুরু মাত্র ৩.৪৭ লাখ টাকা থেকে। গাড়িতে ফুল চার্জে দিলে ছুটবে 800 কিমিরও বেশি। দেখুন বাকি বৈশিষ্ট্য। মাইক্রো ইভি বাজারে বিশ্বের বহু দেশে লাফিয়ে বাড়ছে। ছোট কম্প্যাক্ট সাইজের বৈদ্যুতিক গাড়ি পছন্দ করছেন অনেকেই।
ভারতেও যেমন লঞ্চ হয়েছে MG Comet। ছোট কম্প্যাক্ট এই বৈদ্যুতিক গাড়ির দাম শুরু 7.98 লাখ টাকা থেকে। তবে আজ যে গাড়ির কথা বলতে চলেছি তার দাম ও রেঞ্জ শুনলে চোখ কপালে উঠবে আপনার।
ফার্স্ট অটো ওয়ার্কস (FAW) নামক একটি সংস্থা লঞ্চ করেছে Xiaoma স্মল বৈদ্যুতিক হ্যাচব্যাক। সংস্থার Bestune ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হয়েছে এই চার চাকা। ভারতীয় মুদ্রায় গাড়ির দাম শুরু 3.47 লাখ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম 5.78 লাখ টাকা।
এই Xiaoma বৈদ্যুতিক গাড়ি শাংহাই অটো শো-তে প্রথম দেখানো নয়। এটির দুটো ভার্সন রয়েছে একটি হার্ডটপ আরেকটি কনভার্টিবেল। বর্তমানে হার্ডটপ ভার্সনটির বিক্রি চালু করেছে কোম্পানি। MG Comet’র মতোই বক্সি ডিজাইন রয়েছে চার চাকায়।
গাড়ির ভিতরে রয়েছে একটি 7 ইঞ্চির ড্যাশবোর্ড ইউনিট। ডুয়াল টোন থিমে ডিজাইন করা এই ড্যাসবোর্ড দেখতে বেশ কিউট। গাড়িতে দু ধরনের চেসিস পাওয়া যাবে – একটি ইভি এবং আরেকটি এক্সটেন্ডার। ইভি মোডে গাড়ির রেঞ্জ ফুল চার্জে 800 কিলোমিটার এবং এক্সটেন্ডার ভার্সনে 1200 কিলোমিটার।
গাড়িতে উপস্থিত 20 kw বৈদ্যুতিক মোটর। এই মাইক্রো ইভিতে মজুত লিথিয়াম আইরন ফসফেট ব্যাটারি ইউনিট। গাড়ির পাওয়ারট্রেন সংক্রান্ত এখনও তথ্য বিশদে জানায়নি সংস্থাটি। সুরক্ষার কথা যদি বলি তাহলে গাড়িতে মিলবে ড্রাইভার সাইড এয়ারব্যাগ। আকার আয়তনে খুবই ছোট গাড়িটি।
লম্বায় 3000 মিলিমিটার, চওড়ায় 1510 মিলিমিটার এবং উচ্চতায় 1630 মিলিমিটার গাড়ির হুইলবেস 1953 মিলিমিটার। অন্যদিকে MG Comet’র আকারের কথা যদি বলেন তাহলে এটি লম্বায় 2,974 মিলিমিটার, চওড়ায় 1505 মিলিমিটার এবং উচ্চতায় 1640 মিলিমিটার।
ভারতে মাইক্রো ইভি গাড়ির সংখ্যা বর্তমানে হাতেগোনা। কিন্তু চিন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই ধরনের বৈদ্যুতিক গাড়ি ব্যাপক জনপ্রিয়। এই গাড়ির সুবিধাগুলি হল – দামে খুব সস্তা হয় ফলে বহু মধ্যবিত্ত মানুষ কিনতে পারেন, পার্কিং করা সহজ, দারুণ মাইলেজ পাওয়া যায় এবং সর্বোপরি গাড়িটি হয় পরিবেশ বান্ধব।
জানা গিয়েছে, এই Xiaoma বৈদ্যুতিক গাড়ির প্রি-সেলস চলতি মাস থেকেই শুরু করবে সংস্থা। বাজারে এই চার চাকার চির প্রতিপক্ষ Wulling Mini ইভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।