নতুন বাইক ১২৫ সিসির হন্ডা মাঙ্কি লঞ্চ হল, চেহারা যেন ছোট হাল্ক

Honda Moneky

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দারুণ জনপ্রিয় বাইক Honda Moneky। ছোটখাটো চেহারার এই বাইক বেশ পছন্দ করেন জাপানিরা। এশিয়ার অনেক দেশেই বিক্রি হয় এই মোটরসাইকেল। তারই একটি লাইটনিং এডিশন লঞ্চ করেছে সংস্থা। এতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন। গোল হেডলাইট এবং মাসকুলার চেহারা।

Honda Moneky

থাইল্যান্ডে Honda Monkey ১২৫ লঞ্চ করেছে সংস্থা। এই এডিশনে যোগ হয়েছে নতুন রং এবং গ্রাফিক্স। যার দরুন বাইকের দামেও সেই প্রভাব দেখা গিয়েছে। Honda Moneky লাইটনিং এডিশনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 2.59 লাখ টাকা। এটির যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট রয়েছে তার দাম 2.38 লাখ টাকা।

এই বাইকের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হল হলুদ রংয়ের শেড সঙ্গে গ্লসি ফিনিশ। বাইকের কালার থিম এতটাই চকচকে যে দূর থেকে দেখলেই বুঝে যাবেন যে সামনে থেকে হন্ডা মাঙ্কি আসছে। এই বাইকের বাকি হার্ডওয়্যার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে USD ফর্ক, সাইড প্যানেল, সুইংআর্ম, টুইন রিয়ার শক ইত্যাদি।

ফিচার্স হিসাবে রয়েছে গোল হেডল্যাম্প, ইনস্ট্রুমেন্ট কনসোল, টার্ন, ইন্ডিকেটর, রিয়ার টেল ল্যাম্প সব ক্রোম ডিজাইন করা। দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ইঞ্জিনের ক্ষেত্রে এতে থাকছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 9.2 ব্রেক হর্সপাওয়ার এবং 11 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

জানলে চমকে উঠবেন, এই বাইকের রিয়েল ওয়ার্ল্ড মাইলেজ টেস্ট করে জানা গিয়েছে হন্ডা মাঙ্কি মাইলেজ দেয় 70.5 কিমি প্রতি লিটার। যা ভারতে হিরো স্প্লেন্ডর এবং হন্ডা সাইন বাইকের থেকেও বেশি। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে 5.6 লিটার।

অনেকের মনে কৌতূহল জাগতে পারে এই বাইক কি ভারতে লঞ্চ হবে? এ দেশে হন্ডা মাঙ্কি লঞ্চ না হওয়ার সেই ভাবে কোনও কারণ না থাকলেও বাইকটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম। কারণ এর আগে কোনওদিন এই ধরনের বাইক ভারতে আনেনি হন্ডা।

৪৬ হাজার বছর আগের জমে যাওয়া কৃমিকে জীবিত করলেন বিজ্ঞানীরা

দেশে বেশি কমিউটার মোটরসাইকেল এবং দামি ত্রুজার বাইক-ই বিক্রি করে হন্ডা। যেমন ২০২৩ সালে লঞ্চ হওয়া নতুন হন্ডা সাইন ১০০ এবং সিবি৩৫০ ক্যাফে রেসার। এই ধাঁচের বাইক লঞ্চ করা হয়নি। তাই শুধু আশা করা যায় যে ভারতেও একদিন লঞ্চ হবে এই মোটরসাইকেল।