বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়েল এনফিল্ড বুলেট মোটরসাইকেল ভারতবাসীকে আর নতুন করে চিনিয়ে দিতে হবে না। অনেকের কাছেই এ মডেল শুধু একটা মোটরসাইকেল নয়, সঙ্গে থাকে অনেক আবেগ। এবার এ বাইকের নতুন মডেল লঞ্চের তোড়জোড় শুরু করল রয়েল এনফিল্ড। চলতি বছরেই বাজারে এসেছে স্ক্র্যাম ৪১১।
এ ছাড়াও হান্টার ৩৫০ লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাইয়ের সংস্থাটি। সব ঠিক থাকলে চলতি বছর অগাস্টে এ বাইক লঞ্চ হতে পারে। এ পরিস্থিতিতে এন্ট্রি লেভেল সেগমেন্টে জমি শক্ত করতে বুলেট ৩৫০ এর নতুন মডেল ভারতের বাজারে আনতে চলেছে রয়েলে এনফিল্ড।
হান্টার ৩৫০ ছাড়াও ৪৫০ সিসি ইঞ্জিনের হিমালয়ান ও ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন ক্রুজার মোটরসাইকেল ভারতে লঞ্চের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। একই সঙ্গে নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এর পরীক্ষা শুরু করল রয়েল এনফিল্ড। পরীক্ষার সময় রাস্তায় দেখা গিয়েছিল এই বাইক। সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হতেই ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে।
আসন্ন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০-কে সম্প্রতি পরীক্ষার সময় রাস্তায় দেখা গিয়েছে। এই মডেলে বৃত্তাকার হেডল্যাম্পের সঙ্গেই বৃত্তাকার ক্লাসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। হ্যান্ডেলবারেও থাকছে রেট্রো লুক।
২০২৩ রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ তে সিঙ্গেল পিস সিট থাকছে। এ বাইকে সেন্ট্রাল ফুট পেগ লাগানো হয়েছে। আরামদায়ক খাড়া রাইডিংয়ের জন্য যা খুবই ভালো। ক্লাসিক ৩৫০ ও মেট্রো ৩৫০-তে যে প্ল্যাটফর্মে, সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম ব্যবহার হয়েছে নতুন বুলেট ৩৫০-তেও তা ব্যবহার হতে পারে।
কোম্পানির নতুন জে সিরিজ প্ল্যাটফর্মে ডিজাইন করা হবে নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০। এ বাইকে কম কম্পনের সঙ্গেই মিলবে দুর্দান্ত পারফর্মেন্স। নতুন এ বাইকে ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন থাকতে পারে। মেট্রো ও ক্লাসিক মোটরসাইকেলেও একই ইঞ্জিন ব্যবহার করেছে ভারতীয় সংস্থাটি। এ ইঞ্জিনে সর্বোচ্চ ২০ দশমিক ২বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক পাওয়া যাবে। এ ইঞ্জিনের সঙ্গে বুলেট ৩৫০-তে থাকতে পারে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
নতুন বুলেট ৩৫০ মডেলের সামনে থাকতে পারে টেলিস্কোপিক ফর্ক। এ ছাড়াও পেছনে টুইন শক অ্যাবজর্বার ব্যবহার হবে। এ বাইকের সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দিতে পারে রয়েল এনফিল্ড। সঙ্গে থাকতে পারে সিঙ্গেল চ্যানেল এবিএস। এ ছাড়াও এ বাইকের নতুন মডেলে ফের একবার স্পোকের চাকা ব্যবহার হতে পারে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমান বুলেট ৩৫০ মডেলের মতোই নতুন মোটরসাইকেলেও থাকছে রেট্রো লুকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।