Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে সর্বমোট ১ লাখ এতিম শিশুকে নতুন পোশাক দিচ্ছে তুরস্ক।
রোববার দেশটির বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির এনজিও আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে পোশাকগুলো বিতরণ করা হচ্ছে।
তুরস্ক ছাড়াও বিশ্বের আরো অন্তত ৬০টি দেশের এতিমদের জন্য পোশাকগুলো পাঠানো হবে।
গত ঈদেও এনজিওটির পক্ষ থেকে অন্তত ৬১টি হাজার ৮৩৬ জন এতিম শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। সেবার তুরস্কের পাশাপাশি আরো ২০টি দেশের শিশুরা অন্তর্ভুক্ত ছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি
ভাল রেজাল্টের জন্য নিজেই পড়ালেন ছেলেকে, রেজাল্ট হাতে পেয়ে বাবার কাণ্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।