জুমবাংলা ডেস্ক : দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলির তথ্য জানানো হয়েছে।
যে আট জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে সেই জেলাগুলো হলো— রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজার।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ নিয়োগ পেয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া বাকি সাতজনই বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন।
এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁইয়াকে নাটোরের জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব উর্মি বিনতে সালামকে মৌলভীবাজার জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।