বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়্যারেবল ডিভাইসের লাইনআপ সম্প্রসারণের পরিকল্পনা করছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে। কোম্পানিটি আগামী মাসে ব্যান্ড ১০ ফিটনেস ট্র্যাকার ও নতুন ইয়ার-হুক স্টাইলের ইয়ারবাড চালু করতে পারে বলে জানিয়েছে এক ট্রিপস্টার। যদিও হুয়াওয়ে এখনো আনুষ্ঠানিকভাবে এসব পণ্য প্রকাশ করেনি, তবে উইবোতে একাধিক সূত্র আসন্ন ডিভাইসগুলোর ইঙ্গিত দিয়েছে। খবর গিজমোচায়না।
ট্রিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটালের মতে, হুয়াওয়ে আগামী মার্চে নতুন ওয়্যারেবল ডিভাইসগুলো বাজারে আনতে পারে। তবে কিছু সূত্র বলছে, উন্মোচনের তারিখ এপ্রিল পর্যন্তও পিছিয়ে যেতে পারে। ব্যান্ড ১০, ইয়ার-হুক ইয়ারবাড ও পকেট থ্রি ফোল্ডেবল স্মার্টফোন একসঙ্গেই প্রকাশ করতে পারে চীনের টেক জায়ান্টটি।
ব্যান্ড ১০ এরই মধ্যে আন্তর্জাতিক সার্টিফিকেশন ডাটাবেজে দেখা গেছে। অর্থাৎ এটি শিগগিরই বাজারে আসছে। সার্টিফিকেশন বিবরণ থেকে জানা যায়, ফিটনেস ট্র্যাকারটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে। এতে আইপি৬৮ রেটিং থাকতে পারে, যা এটিকে পানি ও ধুলো প্রতিরোধী করে তুলবে।
গ্লোবাল সার্টিফিকেশন ডাটাবেজে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, গ্যাজেট বা পণ্যের সার্টিফিকেশন তথ্য সংরক্ষণ করা হয়। এখানে পণ্যগুলো বিভিন্ন দেশের নিয়ম ও মানদণ্ড অনুযায়ী পরীক্ষা এবং অনুমোদিত হয়েছে কিনা তা দেখা যায়।
ট্রিপস্টার বলছে, ‘আর্ক’ কোডনামের আসন্ন ইয়ার-হুক ইয়ারবাডটি কোম্পানির অডিও পণ্যের লাইনআপে নতুন ডিজাইন নিয়ে আসতে পারে। বর্তমান ফ্রিক্লিপের সি-আকৃতির ডিজাইন থেকে আলাদা ইয়ারবাডটি ব্যবহারকারীদের সুবিধা বুঝে নকশা করা হয়েছে। যদিও ডিভাইসের অফিশিয়াল নাম এখনো নিশ্চিত হয়নি, তবে এটি ‘ফ্রিআর্ক’ নামে উন্মোচন হতে পারে।
ইয়ার-হুক ইয়ারবাডগুলো কানের ওপর বসাতে একটি হুক বা ক্লিপের মতো অংশ দিয়ে ডিজাইন করা হয়। ফলে ইয়ারবাডটি কানে আরো সুরক্ষিত ও স্থিরভাবে থাকতে পারে, বিশেষ করে যখন ব্যবহারকারী ব্যায়াম করেন বা শারীরিক কার্যকলাপে নিযুক্ত থাকেন।
Triumph Speed Twin 1200 : এই দুই ইঞ্জিনের মোটরসাইকেলের দাম গাড়ির চেয়ে বেশি
হুয়াওয়ের ব্যান্ড ১০-এর আগের সংস্করণ ব্যান্ড ৯-এ রয়েছে ১ দশমিক ৪৭ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে ও এবং ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইন। এ ডিভাইসে ব্যবহারকারীদের জন্য আছে ‘ট্রুরিল্যাক্স’ প্রযুক্তি, যা স্ট্রেস ম্যানেজমেন্টসহ নারীদের জন্য মাসিক চক্র ট্র্যাক করে। ফিটনেসপ্রেমীরা ১০০টি ওয়ার্কআউট মোড ব্যবহার করতে পারেন এতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।