জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহার আগেই বাজারে আসছে টাকার নতুন ডিজাইনের নোট। তবে এবারের নতুন কোনো নোটেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বরং নোটগুলোর ডিজাইনে উঠে এসেছে জুলাই বিপ্লবের শহীদ, তারুণ্য, সুন্দরবন, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসবে ২০ টাকার নতুন নোট। এতে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধমন্দিরের ছবি। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের চিত্র এবং ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি। ১০০০ টাকার নতুন নোটটি বাজারে আসবে ২ জুন, যাতে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি।
তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নোটটি ঈদের পর বাজারে ছাড়া হবে। এই নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধ নামের দুই কিশোর শহীদের অবয়ব।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন নোটগুলোর ডিজাইন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “এবার কোনো নোটে পূর্ণমানব প্রতিকৃতি ব্যবহার করা হয়নি। তবে নোটগুলোর নকশায় শহীদ, তারুণ্য, সুন্দরবন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।”
আরেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, ৫ টাকার নোটে থাকবে আবু সাঈদ ও মুগ্ধদের ছবি, ১০ টাকায় থাকছে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ১০০ টাকার নোটে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও রয়েল বেঙ্গল টাইগারের চিত্র, যা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০ টাকার নোটে থাকবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক—মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা। ৫০০ টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল।
জানা গেছে, নতুন নোট তৈরিতে ডিজাইন, নিরাপত্তা উপাদান ও কাগজসহ বিভিন্ন পর্যায়ে বিদেশি অংশগ্রহণ প্রয়োজন হয়, আর পুরো প্রক্রিয়াটি দরপত্রসহ প্রায় ৫ থেকে ৭ মাস সময় নেয়। এজন্য ঈদুল ফিতরের আগেই এসব নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশ নিজেদের তৈরি প্রথম কাগুজে মুদ্রা চালু করে। প্রথম ১ টাকার নোটে ছিল দেশের মানচিত্র। এরপর ১৯৭৩ সালে ৫, ১০ ও ১০০ টাকার নোট, ১৯৭৬ সালে ৫০ ও ৫০০ টাকার নোট এবং ১৯৭৯ সালে ২০ টাকার নোট চালু করা হয়। ১৯৮৮ সালে চালু হয় ২ টাকার নোট। সর্বোচ্চ মূল্যমানের ১০০০ টাকার নোট বাজারে আসে ২০০৯ সালের ১৭ জুলাই, এবং সর্বশেষ ২০২০ সালে বাজারে আসে ২০০ টাকার নোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।