নতুন নাটক ‘রংয়ের মানুষ ঢংয়ের খেলা’

‘রংয়ের মানুষ ঢংয়ের খেলা’

বিনোদন ডেস্ক : চ্যানেল আইতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘রংয়ের মানুষ ঢংয়ের খেলা’। তরুণ তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলার গল্প, সীমা ছাড়া কল্পনার আর পাগলের মতো ভালোবাসার গল্পে নির্মিত এ ধারাবাহিকের গল্প লিখেছেন ইবনে হাসান খান।

চিত্রনাট্য ইউসুফ আলী খোকন এবং পরিচালনায় সোহেল হাসান।

এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মাহমুদুল ইসলাম মিঠু, আইরিন আফরোজ, রোবেনা রেজা জুঁই, ওয়ালিউল হক রুমি, শানারেই দেবি শানু, মোমেনা চৌধুরী, শিরিন আলম, উজ্জল মাহমুদ প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।

অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ যত কোটি টাকা