বাজারে এলো সাশ্রয়ী মূল্যের নতুন ইলেকট্রিক সাইকেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক বাজারে এলো নতুন দুই ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক সাইকেল তৈরি করে ওয়ান ইলেকট্রিক নামের একটি স্টার্ট আপ প্রতিষ্ঠান।

ভারতের পাশাপাশি এশিয়া ও ইউরোপের মার্কেটেও এগুলো বিক্রি করা হবে।

ওয়ান ইলেকট্রিকের এই নতুন ইলেকট্রিক সাইকেলগুলো ভারতেই ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে। তাই নয়। বাইক ও স্কুটারগুলোর ডিজাইন পেটেন্টগুলোও ভারতেই তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে, তারাই ভারতের প্রথম কোম্পানি যারা সম্পূর্ণ ভাবে মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক ভেহিকল তৈরি করতে সক্ষম হয়েছে।

বেশ কয়েকটি মডেল ও ভার্সনে পাওয়া যাবে ওয়ান ইলেকট্রিকের তৈরি সাইকেল ও স্কুটার। স্বল্প দূরত্বের জন্য এগুলো আদর্শ। এক চার্জে ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ চলবে বৈদ্যুতিক এই সাইকেল। গতি হবে ২৫ কিলোমিটার। ওয়ান ইলেকট্রিক অবশ্য ৬০ কিলোমিটার গতির অন্য একটি মডেলও এনেছে।

ওয়ান ইলেকট্রিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গৌরব উপ্পল বলেন, আমাদের মার্কেট ডেটার উপরে ভিত্তি করে নতুন ইলেকট্রিক ভেহিকেলগুলো তৈরি করা হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যও এই ই-বাইক ও স্কুটারগুলো চমৎকার হতে চলেছে। ইউরোপের মতো ভারতের মার্কেটে যেখানে স্পিড লিমিটেড, সেখানে লাস্ট মাইল ডেলিভারি অপশনের জন্য ৬০ কিলোমিটার গতির এক্সআর মডেলটি চমৎকার হতে পারে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কেটের জন্য আমাদের বড় পাওয়ার ট্রেন ইন্টিগ্রেট করা হয়েছে।

ব্যাটারিচালিত এসব সাইকেল কেনা যাবে ৫০ হাজার রুপির মধ্যে।

পানির দামে লাক্সারি আমেজ, দুর্দান্ত ডিজাইনের সঙ্গে ভালো মাইলেজ দিচ্ছে এই বাইক