বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এনেছে ভারতের বেঙ্গালুরুর স্টার্টআপ ইমোবি ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করল তাদের লেটেস্ট ইলেকট্রিক টু হুইলার। মডেলটির নাম ইমোডি একেএক্স কমিউটার। নির্মাতা সংস্থার দাবি, দারুণ পারফরম্যান্স দিয়ে শহরের রাস্তায় চলাচলের সংজ্ঞা বদলে দেবে এই স্কুটার।
এটি একটি ধীর গতির বৈদ্যুতিক বাইক। লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে যে সমস্ত চালকের উচ্চগতির টু হুইলার চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের জন্যই মূলত এটি আনা হয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা হওয়ায়, এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। এতে রয়েছে একটি ১.৫ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি। আবার এটি অধিক শক্তিশালী ২.৩ কিলোওয়াট আওয়ার এনএমসি ব্যাটারি ভ্যারিয়েন্টে কেনা যাবে।
এই ইলেকট্রিক বাইক দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে। কেননা, এতে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যা দিয়ে ৩০ মিনিটে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ফুল চার্জে এই ব্যাটারিচালিত স্কুটার চলবে ৭৫ কিলোমিটার।
এই স্কুটারে ব্যাটারি সোলার হাইব্রিড ইনভার্টার প্রযুক্তি সমর্থন করে। অর্থাৎ সূর্যের আলো থেকে এটি চার্জ হতে সক্ষম। যা পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ভীষণ উপযোগী। এতে উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে জিও ফেন্সিং, লাইভ ট্রাকিং এবং ভেহিকেল ইমমবিলাইজেশন রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভারত রাও। সংস্থার পক্ষ থেকে এখনও দাম ঘোষণা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।