জুমবাংলা ডেস্ক : এখন থেকে সরকারি চাকরিজীবীর স্বামী-স্ত্রী বা পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে— মৃতের নাতি-নাতনিরা পেনশন সুবিধা লাভ করবেন।
সম্প্রতি এক সরকারি সচীবের মৃত্যুর পর তার পেনশন ও গ্রাচুইটি সুবিধার উত্তরাধিকার মনোনয়নের জটিলতা দূর করতে ‘পেনশন রুলস এন্ড রিটায়ারমেন্ট বেনিফিটস’ সংশোধন করেছে সরকার।
চাকরিজীবী তার পেনশনে উত্তরাধিকারী হিসেবে কারও নাম উল্লেখ না করলেও, তার পরিবারের সবাই সমানহারে আনুতোষিক সুবিধা পাবেন। তবে নাতি-নাতনির বয়স ১৮ বছর হলে এ সুবিধা পাবে না।
বর্তমান নিয়ম অনুযায়ী, পারিবারিক পেনশন পাওয়া যায় প্রায় ১৫ বছর।
‘দ্য ফ্যামিলি পেনশন রুলস ১৯৫৯’ কার্যকর না থাকায় চাকরিজীবীর মৃত্যুর পর তার ছেলে ২৫ বছরের বেশি আর মেয়ে বিবাহিত হলে তারা এ সুবিধা পান না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।