জুম-বাংলা ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নেক্সট জেন একটি ফিচার আনছে। যা ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে তুলবে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এর প্রতিবেদন থেকে জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড ১৫ এর জন্য নতুন ফিচার নিয়ে আসছে। এটি হচ্ছে কল স্ক্রেনিং সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা কল রিসিভ না করেও তার বার্তা কলারকে পৌঁছে দিতে পারবে।
এর মানে, একজন ব্যবহারকারী ইচ্ছা করলে তার ফোনের নম্বর লিস্টের কিছু নম্বরে এই ফিচার চালু করে রাখতে পারবে। এবং সেসব নম্বর থেকে কল এলে তাকে কি উত্তর দেয়া হবে সেটি সেটাপ করে রাখতে পারবে। যাতে করে তিনি যত ব্যস্তই থাকুক কল এলে সেই ফোন রিসিভ না করেই বার্তা পৌঁছে দিতে পারবে।
যেমন- অফিসে অথবা অন্য কোনো কাজে আপনি মিটিংয়ে থাকতে পারেন। যখন আপনার মিটিং শুরু হবে তখন প্রত্যাশিত কেউ আপনাকে কল দিতে পারে। কিন্তু সেই সময় ওই কলটি রিসিভ করা সম্ভব হবে না। গুগলের এই ফিচারটি সেসব নম্বরের জন্য বেশি প্রযোজ্য। এর মাধ্যমে ব্যবহারকারী ওই নম্বরে গুগলের কল স্ক্রিন ফিচার চালু করে একটি ভয়েস রেকর্ড করে রাখতে পারবেন যে- এই মুর্হূতে মিটিংয়ে অবস্থান করছি। আমি পরে কল ব্যাক করবো। এর ফলে মিটিংয়ের সময় ওই নম্বর থেকে কল এলে অটোমেটিং তা রিসিভ হয়ে আপনার রেকর্ড করা বার্তাটি কলারকে জানিয়ে দেয়া হবে। এবং সেটি লাইভ রিসিভ হবে এবং বার্তাটি পৌঁছে দেয়া হবে।
আরব দেশের বেশির ভাগ পর্যটক ইন্দোনেশিয়ার যান অস্থায়ী বিয়ে করতে
এদিকে গুগলের এই ফিচারটি এখনও সবার জন্য উন্মক্ত করা হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়। বর্তমানে এটি লন্ডন এবং জাপানের উন্মক্ত করা হয়েছে। তবে শিগগিরই তা পুরো বিশ্বে ব্যবহারকারীদের জন্য উন্মক্ত করা হবে বলে জানায় গুগল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।