বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রায়ই নতুন সব ফিচার যুক্ত করছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এবার ভয়েস পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত করল প্রতিষ্ঠানটি। এই ফিচারের নাম ‘ভিউ ওয়ান্স’। এর মাধ্যমে এমনভাবে ভয়েস পাঠানো যাবে, যাতে একবার শোনার পর তা আর থাকবে না। এর নাম দেওয়া যেতে পারে ‘লিসেন ওয়ান্স’।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ২০২১ সালে এই ধরনের ফিচার প্রথম যুক্ত করেছিল হোয়াটসঅ্যাপ। ওই সময় ফটো ও ভিডিও পাঠানোর পর তা একবার দেখার পর আর দেখা যেত না। এবার ভয়েস পাঠানোর ক্ষেত্রেও এই ফিচার যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
বার্তা পাঠানোর ক্ষেত্রে গোপনীয়তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এসব ফিচারের মাধ্যমে এই গোপনীয়তা বাড়বে বলেই মনে করা হচ্ছে। একটি ভিডিও পাঠানোর পর অনেকেই চান তা যেন আর না থাকে, তবে ডিলিট দিতেও চান না। এ জন্য এই ফিচার যুক্ত করা।
সম্প্রতি মার্ক জাকারবার্গের মেটা দুই জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামকে ইন্টিগ্রেট করেছে। এর বদৌলতেই ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারছেন।
ডব্লিউএ বিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি এখনও প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে ফিচারটি প্রথম লক্ষ্য করা যায়। ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন তাঁদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটগুলো ইনস্টাগ্রামে শেয়ার করবেন কিনা। পাশাপাশি স্ট্যাটাস আপডেটটি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করার পরে তা নিয়ন্ত্রণও করতে পারবেন ব্যবহারকারী। অর্থাৎ কাকে দেখাবেন, কাকে দেখাবেন না এমন প্রাইভেসি ঠিক করা যাবে।
ডব্লিউএ বিটাইনফোর জানায়, অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.২০ আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনটি অসাধারণ। এটি এখন গুগল প্লে স্টোরে রয়েছে। সেখান থেকেই জানা গেছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য এবার একটা অতিরিক্ত অপশন যুক্ত করা হচ্ছে।
অনেকদিন ধরেই ফেসবুক ও ইনস্টাগ্রামে একসঙ্গে স্টোরি শেয়ারের সুবিধা রয়েছে। এরপর হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে স্ট্যাটাস শেয়ারের সুবিধা যুক্ত করা হয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করার ফিচার সম্পর্কে জানা যায়। সামনে এই ফিচারটি রোলআউট করা হবে। এর ফলে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইনস্টাগ্রামে কাদের দেখাতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ইনস্টাগ্রামে শেয়ার করার এই ফিচার যে শুধু ব্যবহারকারীদের সময় বাঁচাবে তা নয়। পাশাপাশি দুই প্ল্যাটফর্মের মধ্যে কনটেন্ট শেয়ার করে নেওয়ার নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতাও উন্নত করতে সক্ষম হবে। তবে ফিচারটি ঐচ্ছিক। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী এই ফিচার সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।