হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এ অ্যাপটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের সময় ব্যাকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ফলে ব্যবহারকারীদের আর কোনো থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করতে হবে না। নতুন এ ফিচার গুগল প্লে স্টোরের বিটা প্রোগ্রামের মাধ্যমে চালু করা হবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের (২.২৪. ২০.২০) সংস্করণের এসব ফিচার দেখা গেছে।

নতুন ফিচারে ক্যামেরায় ফিলটার হিসেবে রয়েছে- ওয়ার্ম, কুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যাকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট। ফিলটার ও ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে।