বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফেসবুক মেসেঞ্জারে কমিউনিটিজ ফিচার চালু করছে মেটা। গত দুই বছর ধরে কমিউনিটি চ্যাট ব্যবহার করে ফেসবুকের নির্দিষ্ট গ্রুপের সদস্যরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। কিন্তু কমিউনিটিজ ফিচারের সুবাদে ফেসবুক গ্রুপে যুক্ত না হয়েও যোগাযোগ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, কমিউনিটিজ ফিচারে মেসেঞ্জারে একই সময়ে ৫ হাজার বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাবে। সাধারণ মেসেঞ্জার গ্রুপে মাত্র ২৫০ জন সদস্য যুক্ত করা যায়। নতুন কমিউনিটিজ ফিচারটির মাধ্যমে একসঙ্গে ৫ হাজার মানুষের সঙ্গে চ্যাটিং করার সুবিধা পাবে ব্যবহারকারীরা।
শিক্ষাপ্রতিষ্ঠান ও কোম্পানি কিংবা প্রতিবেশীরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে চাইলে নতুন ফিচারটি বেশ সহায়ক হবে। প্রতিবেশীরা গ্রুপ তৈরি করে এলাকার বিভিন্ন অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আবার শিক্ষকেরা গ্রুপ তৈরি করে শিক্ষার্থীদের সম্পর্কে আলোচনা করতে পারবে কিংবা ক্লাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে শিক্ষার্থীদেরও যুক্ত করতে পারবেন।
কমিউনিটিজ ফিচারটি এখনো সবার জন্য চালু করা হয়নি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে সব মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
এদিকে কমিউনিটিজ ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছে মেটা। বিশেষ করে ব্যক্তিগত মেসেজ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।