বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পর্কে যাদের সামান্য হলেও ধারণা তাদের কাছে চ্যাটজিপিটি-কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমেরিকান এআই গবেষণা স্টার্টআপ ওপেনএআই ২০২২ সালের নভেম্বরে ‘চ্যাটজিপিটি’ নামক এআই চ্যাটবটটি নিয়ে আসার পর গত দু’বছরে এআই খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় এবার চ্যাটজিপিটি’তে যুক্ত হলো নতুন এক ‘এআই এজেন্ট’, যার নাম ‘ডিপ রিসার্চ’। গত ২ ফেব্রুয়ারি (রবিবার) প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই নতুন এই এআই এজেন্টের আগমনের ঘোষণা দেয়।
ব্লগ পোস্টে ডিপ রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানায় বিশ্বের অন্যতম শীর্ষ এই এআই গবেষণা প্রতিষ্ঠানটি। সাধারণভাবে বললে ‘ডিপ রিসার্চ’ হচ্ছে এমন একটি এআই এজেন্ট যেটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজে নিজেই ইন্টারনেট ব্রাউজ করে তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে যুক্তিসহকারে সেগুলো বিশ্লেষণ করা এবং হাজারো অনলাইন সোর্স থেকে তথ্য একত্রিত করে বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রস্তুত করতে সক্ষম।
অর্থাৎ, ব্যবহারকারীর দেওয়া প্রম্পট অনুযায়ী একাধিক ধাপের গবেষণামূলক কাজ করতে সক্ষম চ্যাটজিপিটি’র নতুন এই এজেন্ট ডিপ রিসার্চ। জেনারেটিভ এআই প্রযুক্তির সাধারণ এআই মডেল বা টুলের তুলনা করলে ডিপ রিসার্চের মতো এআই এজেন্টের মূল সুবিধা হলো এগুলো’তে প্রতিটি কাজের জন্য বারবার প্রম্পট দিতে হয় না। ব্যবহারকারী তার প্রয়োজন বলে দিলে, এআই এজেন্ট টুল একাধিক ধাপে সেগুলো নিজে থেকেই সম্পন্ন করতে থাকে। ফলে ব্যবহারকারীর সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হয়।
ওপেনএআই দাবি করছে, জটিল ও উন্নত গবেষণামূলক কাজ যেটা স্বাভাবিকভাবে করতে একজন ব্যবহারকারীকে অনেক ঘন্টা সময় ব্যয় করতে হতো, সেটাই ডিপ রিসার্চ এখন মাত্র ১০ মিনিটে করে দিতে সক্ষম। অর্থাৎ, একজন রিসার্চ অ্যানালিস্টের কাজ করতে সক্ষম ডিপ রিসার্চ।
ডিপসিকের তৈরি আলোড়ন প্রশমিত করতেই কী ওপেনএআই ডিপ সার্চ নিয়ে এল, প্রশ্ন প্রযুক্তি বিশ্বের অনেকেরই। ছবিসূত্র: রয়টার্স
ওয়েব ব্রাউজিং ও উন্নত ডেটা বিশ্লেষণের সক্ষমতা সম্পন্ন ‘ডিপ রিসার্চ’ এজেন্টটি ওপেনএআই-এর সবচেয়ে উন্নত ‘০৩’ (জিরো থ্রি) মডেলের উপর ভিত্তি করে তৈরি। উল্লেখ্য, ‘০৩’ (জিরো থ্রি) মডেলটি ওপেনএআই’র বর্তমান রিজনিং এআই মডেল ‘০১’ (জিরো ওয়ানের) উন্নত সংস্করণ, যেটা এখনও আনুষ্ঠানিকভাবে রিলিজ করেনি প্রতিষ্ঠানটি। কিন্তু এজেন্টিক সক্ষমতার ‘ডিপ রিসার্চ’-এর কল্যাণে আগেভাগেই ০৩ মডেলটির স্বাদ নিতে পারেন চ্যাটজিপিটি’র ব্যবহারকারীরা।
‘ডিপ রিসার্চ’ এআই এজেন্টটি আপাতত চ্যাটজিপিটি’র প্রো সাবসক্রিপশনের ব্যবহারকারীরা অ্যাক্সেস করতে পারছেন। অচিরেই প্লাস ও টিম সাবসক্রিপশনের ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে দেওয়া হবে। তবে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে এটি আদৌ ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে এখনও কিছুই জানায়নি ওপেনএআই।
উল্লেখ্য, সম্প্রতি চীনের এআই ল্যাব ডিপসিক তাঁদের ‘আর১’ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি রিলিজ করার পর এআই’র জগতে শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসতে বাধ্য হয়। এই প্রেক্ষাপটে গত ২৮ জানুয়ারি ওপেনএআই ঘোষণা দেয় যে, তাঁদের আসন্ন ‘০৩’ (জিরো থ্রি) রিজনিং মডেলটিকে ফ্রি’তেও সীমিত আকারে ব্যবহারের সুযোগ করে দিবে।
এখানে বলে রাখা আবশ্যক, ডিপসিকের এআই অ্যাসিসট্যান্ট চ্যাটবটে ব্যবহৃত দুটি মডেলই- ভি৩ (ভিথ্রি) ও আর১ (আর ওয়ান)- সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। ফলে কিছুটা চাপে পড়েই ওপেনএআই এমন ঘোষণা দিতে বাধ্য হয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। প্রশ্ন হচ্ছে, ‘০৩’ মডেলটিকে যদি ফ্রি’তে ব্যবহারেরর সুযোগ করে দেওয়া হয়, তাহলে ডিপ সার্চের ক্ষেত্রে এমনটা করা হলো না কেন?
উল্লেখ্য, ডিপসিকের সকল এআই প্রোডাক্টই ওপেন-সোর্স, ফলে যে কেউ চাইলে তাঁদের এআই মডেল কাস্টমাইজ করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টুল তৈরি করে নিতে পারেন। ডিপ সার্চের উপর ডিপসিকের আরেকটি দৃশ্যমান প্রভাব হচ্ছে, ডিপ সার্চ-ও এর থিংকিং বা চিন্তা করার প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারকারীকে জানাবে।
এখানেই শেষ নয়। ‘ডিপসিক’-এর সাথে ‘ডিপ সার্চ’-এর নামের যে মিল রয়েছে সেটাকে কাকতালীয় বলে কতটা চালিয়ে দেওয়া সম্ভব- সে বিবেচনা না হয় পাঠকের জন্য তোলা রইলো।
তথ্যসূত্র: ওপেনএআই, টেকক্রাঞ্চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।