বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : পিক্সেল এইচ সিরিজের নতুন রঙই গুগলের সাম্প্রতিক ঘোষণার কেন্দ্রে নয়। চমক আরও আছে। গুগলের নতুন সার্কেল টু সার্চ ফিচারটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
হোম বাটনে লং প্রেস করলে এখন স্ক্রিনের যেকোনো কিছুতে সার্কেল বসানো যাবে। হাইলাইট করা কন্টেন্ট সম্পর্কে গুগল অতিরিক্ত কিছু তথ্য উপস্থাপন করবে। গুগলকে আরও ব্যবহারযোগ্য করে তোলার জন্যেই মূলত এই ফিচারটি সংযুক্ত করা হয়েছে। তাছাড়া গুগল পিক্সেল দিয়ে এখন শরীরের তাপমাত্রাও মাপা যাবে।
পিক্সেল সিক্স পর্যন্ত অবশ্য ম্যাজিক কম্পোজ ব্যবহার করতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই ফিচারের মাধ্যমে কোনো টেক্সটকে বিভিন্ন স্টাইলে ড্রাফট করা সম্ভব।
শুধু তাই নয়, স্যামসাং ও গুগলের মধ্যে নিয়ারবাই শেয়ার ব্যবহার করে কুইক শেয়ার করা যাবে। নতুন অনেক ফিচারে পিক্সেল সিরিজ এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।