বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে কলের সময় ক্ষতিকর সফটওয়্যার বা হ্যাকারদের কাছ থেকে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেসের নিরাপত্তা দেবে নতুন ফিচার। এটি কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএসের বেটা ভার্সনে পাওয়া যাবে। গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইপি অ্যাড্রেসর নিরাপত্তার ফিচারটি ‘অ্যাডভান্সড’ নামের একটি নতুন সেকশনে পাওয়া যাবে। এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে থাকবে। এর ফলে কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে কারও লোকেশন বের করা কঠিন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নিজস্ব সার্ভার ওপর নির্ভর করে এই নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ফিচারটির ফলে কলের মান কিছুটা খারাপ হতে পারে। কলের এই মান কমার কারণ হল–হোয়াটসঅ্যাপ সার্ভারে এনক্রিপশন ও রাউটিং (সবচেয়ে উপযুক্ত নেটওয়ার্কের পথ বাছাই করার প্রক্রিয়া) প্রক্রিয়া।
ডাব্লুএবেটাইনফো এর প্রতিবেদনে বলা হয়, ফিচারটি চালু করার ফলে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি অতিরিক্ত গোপনীয়তার সুরক্ষা পাবে। কেউ যখন অপিরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে ফিচারটি অনেক কাজে দেবে। তবে এ জন্য কলের মান কিছুটা খারাপ হবে তা ব্যবহারকারীকে মেনে নিতে হবে। ভবিষ্যতে কলের মানের উননয়নও করা হবে।
সামনের সপ্তাহ থেকে এই মেসেজিং অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইফোনের নির্দিষ্ট কিছু ডিভাইসের জন্য ছাড়া হবে বলে হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।