জুমবাংলা ডেস্ক : জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচলের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তিতে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান বলেতে বোঝানো হয়েছে সিএনজি, থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পো, পা’চালিত রিকশা এবং ভ্যানগাড়িকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএ এ বিশেষ বিজ্ঞপ্তি দেয়।
সংস্থাটি বলছে, কিছুদিন যাবত আইন অমান্য করে জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা-অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
তবে যেসব স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, সেসব স্থানে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা-অটোটেম্পো যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
কিন্তু আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।