নতুন পরিচয় অভিনেতা আফজাল

Afzal

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় তানভীর তারেক এর সুর-সংগীতে নতুন গান প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’। গানটি মূলত আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকণার আমরা আদর্শলিপির’ থেকে নেওয়া।

তানভীর তারেক বলেন, ‘আফজাল ভাইয়ের স্নেহধন্য হিসেবে নিজেকে ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। বিচ্ছিন্নভাবে তার সঙ্গে বিভিন্ন ধরনের কাজ হয়েছে মূলত আফজাল ভাইয়ের সঙ্গে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রূপান্তরের। তিনি সম্মতি জানালেন।’ আফজাল হোসেন বলেন, ‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভালো লাগে। এটিও ওর একটা অংশ। ভালো কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’

‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে। এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন ইয়ামিন ইলান।