জুমবাংলা ডেস্ক : সম্মানীর টাকা দেওয়ার কথা বলে একটি চক্র শিক্ষকদের ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় অপরিচিত কোনো ব্যক্তিকে তথ্য না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, মাউশির প্রশিক্ষণ শাখা প্রতি বছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেওয়া হয়।
কিন্তু সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে প্রশিক্ষণ সম্মানী দেওয়া হবে বলে শিক্ষকদের এটিএম কার্ড, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে অপরিচিত কোনো ব্যক্তিকে তথ্য না দিতে শিক্ষকদের সতর্ক করেছে অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।