আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদের পর সন্তানদের হেফাজত নিয়ে নতুন আইন প্রণয়ন করেছে জাপানের আইনপ্রণেতারা। বিচ্ছেদের পর সন্তান মা-বাবার যৌথ হেফাজতে বড় হবে বলে শুক্রবার (১৭ মে) দেশটির আইনপ্রণেতারা একটি আইন প্রণয়ন করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়, জাপানে কয়েক দশক ধরে বিচ্ছেদের পর সন্তানকে হেফাজতের দায়িত্ব পান মা। আজ সেই আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করে সন্তানের হেফাজতের দায়িত্ব মা-বাবা দুজনের হাতেই দেওয়া হয়েছে।
কিন্তু এক্ষেত্রে উদ্বেগের বিষয় হলো, যখন সন্তান বাবা-মা দুজনের হেফাজতে থাকবে তখন তাদের সংসারে অশান্তি বাড়বে। কারণ তারা বিচ্ছেদের পর অন্য কারো সাথে সম্পর্কে জড়াবে। এই আইনের ফলে তাদের সংসারের শান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন বিলে বলা হয়েছে, যদি একক অভিভাবকের বিষয়ে বাবা-মা উভয়েই সম্মত হন তবে সেটি হতে পারে। এছাড়া সন্তানের জরুরি কোনো বিষয় যেমন স্কুল এবং স্বাস্থ্যগত কারণে বাবা অথবা মা একক সিদ্ধান্ত নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।