বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন করে যা জানালো আবহাওয়া অফিস

Meteorological Office

জুমবাংলা ডেস্ক : আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পাশাপাশি তাপপ্রপবাহ বিভিন্ন এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Meteorological Office

রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, সোমবার (২৯ জুলাই) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া রাজশাহী, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আগের দিনের অনুরূপ থাকতে পারে। এ ছাড়া রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায়, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।