আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিলিয়নিয়ারের সংখ্যা একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশটিতে গত বছর প্রতি পাঁচ দিনে একজন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। এতে এবারই প্রথম ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত হুরন ইন্ডিয়া রিচ লিস্ট–২০২৪ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হুরন ইন্ডিয়া রিচ লিস্ট বলছে, ভারতে বর্তমানে বিলিয়নিয়ার বা শত কোটিপতির সংখ্যা এখন ৩৩৪ জন। সংখ্যাটি আগের বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি।
হুরন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বলেন, ‘ভারত সম্পদ তৈরির অলিম্পিকে স্বর্ণ জিততে যাচ্ছে। চলতি বছরের অতি ধনীদের তালিকায় বিলিয়নিয়ারের সংখ্যা ট্রিপল সেঞ্চুরি পার করেছে। অন্তত ২০টি সেক্টরে নতুন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। এটি ভারতীয় উদ্যোক্তাদের অপ্রতিরোধ্য মনোভাবকেই নির্দেশ করে।’
প্রতিবেদনে বলা হয়, গত বছর চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ২৫ শতাংশ কেমেছে আর ভারতে বেড়েছে ২৯ শতাংশ। ভারতে এখন ১ হাজার ৫৩৯ জন ব্যবসায়ী রয়েছেন, যাঁরা পারিবারিক ব্যবসা, স্টার্ট আপ বা অন্যান্য উপায়ে ব্যবসা পরিচালনা করেছেন।
গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনী, পিছিয়ে পড়লেন মুকেশ আম্বানিগৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনী, পিছিয়ে পড়লেন মুকেশ আম্বানি
হুরনের অতি ধনীদের তালিকায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে হটিয়ে এবার শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন ধনকুবের গৌতম আদানি। তারঁর মোট সম্পদের পরিমাণ এখন ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।
আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি হারান। তবে বিগত বছরে তার সম্পদ অন্তত ৯৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে হুরন ইন্ডিয়া। আর এর ফলেই তিনি আম্বানিকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন।
এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা আম্বানি পরিবারের সম্পদের মূল্য ১০ লাখ ১৪ হাজার কোটি রুপি। ৩ লাখ ১৪ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে শিব নাদার পরিবার, ২ লাখ ৮৯ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে পুনওয়ালা পরিবার এবং পঞ্চম স্থানে থাকা সাংভি পরিবারের মোট সম্পদ ২ লাখ ৪৯ হাজার ৯০০ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।